যা কিনতে হবে
০১. Ethanol ইথানল দিয়ে
-833 ml ৯৬% Ethanol (ইথানল), 96 %
-42 ml Wasserstoffperoxid (hydrogen peroxide- ৩% হাইড্রোজেন পার অক্সাইড ), 3 %
-15 ml ৯৮% Glycerin ( গ্লিসারিন), 98 %
-110 ml destilliertes* Wasser ( ডিস্টিল ওয়াটার -জীবাণুমুক্ত জল , ডিস্টিল ওয়াটার না পেলে জল ভালো করে ফুটিয়ে ঠান্ডা করুন , তারপর জীবাণুমুক্ত নেকড়া দিয়ে সেঁকুন। নেকড়া জীবাণুমুক্ত করার জয়েন ১০ মিনিট সোডা দিয়ে সিদ্ধ করে শুকিয়ে নিন )
০২. Propanol প্রোপানল দিয়ে
-752 ml ৯৯.২% 2-Propanol/ Isopropyl Alkohol, 99,8 %
-42 ml ৩% হাইড্রোজেন পার অক্সাইড, 3 %
-15 ml ৯৮% গ্লিসারিন, 98 %
-191 ml ডিস্টিল ওয়াটার
তা ছাড়া লাগবে
- একটা ফানেল যা দিয়ে বোতলে ঢোকাবেন
-১ লিটার টোটাল ধরে এমন কাঁচের বোতল- জীবাণু মুক্ত করে নেবেন গরম জল দিয়ে
- রাস্তাঘাটে বা শত্রু কে দান করার জন্য ১০০ মিলিটার কাচের বা প্লাস্টিকের জীবাণুমুক্ত বোতল ( শত্রু মরলে শত্রুতা করে আনন্দ পাবার কেহ থাকবেনা- শত্রু বাঁচিয়ে রাখুন বা এই সুযোগে শত্রুকে বন্ধ করুন)
কি করে বানাবেন?
০১. ৪ ধরণের তরল বোতলে ফানেল ( বরিশালে কাক না কি যেন বলতো) দিয়ে ভরুন। গন্ধ না মেশানো ভালো, কারণ সুগন্ধের মেটেরিয়াল এ ও অনেকের এলার্জি থাকে , যদি না থাকে যেমন খুশি গন্ধ বোতলে ঢোকাতে পারেন।
০২. বোতলের মুখ আটকে সাবধানে ঝাঁকান, যাতে সব মাইল মিশে এক হয়ে যায়
০৩.এবার ৭২ ঘন্টা ঠান্ডা অন্ধকার জায়গায় রেখে দিন, যাতে বোতলের ভিতরের সব জীবাণু ইন্তেকাল করে
০৪. বাচাদের হাতের নাগাল, তাপ আগুন থেকে দূরে রাখুন ও চোখে লাগাবেন না।
০৫. ইথানল হাতের চামড়া শুকনা করে, তাই গ্লিসারিন মেশানো হয়! তবে জীবাণুমুক্ত লোশন দিয়ে হাত শুকানো হলে একটু নারকেল তেল দিতে পারেন- হাত তেলতেলে করার জন্য!
রাতে জীবাণুমুক্ত সাবান বানাবার পদ্ধতি শেখাবো! বিনা জীবাণুমুক্ত লোশনে কেহ অসুস্থ হোক চাইনা! আর এই সুযোগে কেহ বড়োলোক তাও চাইনা! বাবা মা জ্ঞান দিয়েছিলো, আত্মনির্ভশীল হতে! যে টাকা সেভ করলেন, বাড়ির পাশের সরকারি প্রাইমারি স্কুলের ফান্ডে দিয়ে দেবেন!
মৃণাল মজুমদার