তাঁর দাদু নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। তবে তিনি প্রত্যক্ষ রাজনীতিতে জড়াননি কোনওদিনই। বরং বলিউডের রূপালি পর্দায় ঝড় তুলেছেন। হ্যাঁ মনীষা কৈরালার কথাই হচ্ছে। এবার নেপালের হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামছেন তিনি। টুইটে এ কথা নিজেই জানিয়েছেন মনীষা।
নেপালে আগামী ২০ নভেম্বর একক পর্বে সংসদীয় এবং প্রাদেশিক স্তরের নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনের প্রচারেই নামছেন মনীষা। টুইটে তিনি লিখেছেন, ‘ব্যস্ত সময়সূচী থেকে কিছুটা সময় বের করে নিয়েছি। জাতীয় প্রজাতন্ত্র পার্টির পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্যে নেপালে আমার বাড়িতে যাচ্ছি’।
অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘দেশের অভিভাবক এবং প্রাণবন্ত জাতীয়তাবাদী দল হিসাবে রাজতন্ত্রের প্রয়োজন যারা গণতান্ত্রিক কাঠামোর অধীনে জনগণের আর্থ-সামাজিক উন্নতির জন্যে দায়িত্ব পালন করবে। এছাড়া সাম্প্রদায়িক বৈষম্য এবং প্রগতিশীল রাজনীতির নামে ঐতিহ্যগত ও জাতীয়তাবাদী শক্তির বর্জন নেপালের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর ব্যাপক ক্ষতি করেছে। আমাদের এটি ঠিক করা উচিত যত দ্রুত সম্ভব’।
উল্লেখ্য, নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি মনীষা কৈরালা। যিনি ছিলেন নেপালি কংগ্রেসের প্রতিষ্ঠাতাও। শুক্রবার সেই দলের হয়ে অন্তত দুটি নির্বাচনী সমাবেশে ভাষণও দিয়েছেন তিনি।