‘গুপি গাইন বাঘা বাইন’ ছবি দিয়ে শুরু হবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে প্রয়াত কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছবি ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার মধ্যে দিয়ে। এ বছর চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি হল ‘জার্মানি’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন জার্মানির বিখ্যাত চিত্রপরিচালক ফোলকার স্লোয়েনডর্ফ ও অভিনেতা শাহরুখ খান (Saharukh Khan)।অমিতাভ বচ্চন (Amitabha Bacchan) কয়েকদিন আগেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায়, চলচ্চিত্র উৎসব কমিটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কিনা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।

অন্যদিকে, ১৯৬৯ সালে সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পের ভিত্তিতেই তৈরি হয়েছিল প্রয়াত অভিনেতা রবি ঘোষ ও তপেন চট্টোপাধ্যায় অভিনীত ‘গুপী গাইন বাঘা বাইন’। সত্যজিৎ রায়ের এই ছায়াছবির এবছর ৫০তম বর্ষপূর্তি। সেই উপলক্ষেই ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সিনেমা দিয়েই শুভ সূচনা করা হবে বলে নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত, উৎসব কমিটির চেয়ারম্যান পদে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prasenjit Chatterji) সরিয়ে আনা হয়েছে পরিচালক রাজ চক্রবর্তীকে (Raj Chakroborty)।

সূর্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.