চিনে (China) সব রকম চেষ্টা করেও যখন কোরোনার (Corona) গ্রাস থেকে বাঁচানো যাচ্ছেনা সুস্থ নাগরিকদের, তখন নাকি চিনের সরকার তাদের সর্বোচ্চ আদালতের কাছে অনুমতি চেয়েছিল কোরোনা আক্রান্তদের মেরে ফেলার | যা বাইরে বেরোতেই আলোড়ন পড়ে যায় গোটা বিশ্বে | যদিও সেই খবরের সত্যতা নিয়ে মুখে কুলুপ এঁটেছিল সেদেশের সরকার | এখনও পর্যন্ত চিনে (China) সরকারি ভাবে কোরোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে তিন হাজারের কাছাকাছি |
সে দেশ থেকে যদি কোরোনার (Corona) আক্রমণ উত্তর কোরিয়ায় আসে তা খুব ভালো হবে না বলে আগেই জানিয়েছিলেন কিম জং উন (Kim Jong Un)| সূত্রের খবর , উত্তর কোরিয়ায় প্রথম দেখা মিলেছে প্রথম কোরোনা আক্রান্ত মানুষের | তাকে গুলি করে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন নাকি কিম | কারণ তার থেকে সংক্রমণের ভয়েই এই নির্দেশ বলে জানা গিয়েছে | চিন থেকে ব্যবসায়িক কাজে যাওয়া কোরিয়ার নাগরিক চিন থেকে ফেরার পরেই সংক্রমণ নিয়ে ফেরেন |
জানা যায়, চিনে গিয়ে পাবলিক টয়লেট ব্যবহার করে কোরোনায় আক্রান্ত হয় ওই ব্যাক্তি | উত্তর কোরিয়া রাজধানী সহ অন্যান্য জায়গায় যাতে এই ভাইরাসর আক্রমণ ছড়িয়ে না পড়তে পারে তাই সদা সচেষ্ট থাকতে বলেছেন কিম | চিনের অর্থনীতিকে ভীষণভাবে প্রভাব ফেলা এই কোরোনা থেকে দেশকে বাঁচাতে গিয়ে মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন উত্তর কোরিয়ার (North Korea) রাষ্ট্রনেতা |