‘জিমি জিমি জিমি…’। মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার সিনেমার এই বিখ্যাত গানই এখন চিনাদের প্রতিবাদের হাতিয়ার। সুর এক রেখে গানের কথা পাল্টে দিয়েছেন তাঁরা। চিনের ‘জিরো কোভিড’ নীতির বিরোধিতায় এই গান এখন ট্রেন্ডিং।
এই গানের সুরে মান্দারিন ভাষায় যে কথা বসানো হয়েছে তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘আমায় কে ভাত দেবে? ভাতের জন্য আমাকে বাইরে বেরোতেই হবে। আমার বাড়িতে ভাত শেষ। আমাকে বেশি ভাত দিতে হবে না। আমার বাড়িতে কয়েকজন মাত্র সদস্য।’
কোভিড বিধিনিষেধে তিতিবিরক্ত হয়েই এই পথ বেছে নিয়েছে চিনা যুব সমাজ। চিনে ক্রমেই তা ছড়িয়ে পড়ছে। কোভিডের কারণে আরোপিত বিধিনিষেধ বন্ধ করার দাবি জানানো হচ্ছে এই গানের মাধ্যমে। প্রসঙ্গত, ডিস্কো ডান্সার সিনেমায় এই গানটি গেয়েছিলেন পার্বতী খান।
চিনা সরকারের লকডাউনের কড়াকড়ি এমন পর্যায়ে পৌঁছেছে যে অ্যাপলের সর্ববৃহৎ কারখানা থেকে বেড়া ডিঙিয়ে পালাচ্ছেন কর্মীরা। হেনান প্রদেশের ঝেংঝউতে ফক্সকন পরিচালিত কারখানাতেই অ্যাপলের সবচেয়ে বেশি আইফোন তৈরি হয়। এই কারখানায় লক্ষাধিক মানুষ কাজ করেন। তবে কারখানার কয়েকজন কর্মী কোভিড আক্রান্ত হতেই আতঙ্কে পালাচ্ছেন অন্যরা। এই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়েছিল সম্প্রতি।