অর্বিটারের ক্যামেরার মাধ্যমে দেখা গেল বিক্রমকে।
অবশেষে খোঁজ মিলল ল্যান্ডার বিক্রমের। চন্দ্রপৃষ্ঠেই রয়েছে বিক্রম। চাঁদের কক্ষপথে ঘোরা ইসরোর পাঠানো অরবিটারের ক্যামেরায় ধরা পড়ল বিক্রমের থার্মাল ছবি। ইসরো সূত্রে খবর, অক্ষত অবস্থায় রয়েছে ল্যান্ডার বিক্রম। তবে, বিক্রমের সঙ্গে বেতার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সাংবাদিক বৈঠকে জানালেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। তবে, খুব তাড়াতাড়ি যোগাযোগ করা যাবে বলে আশাবাদী ইসরো।
বিক্রমের অবস্থা ঠিক কী তা জানা যায়নি। অরবিটার থেকে পাঠানো ছবি বিশ্লেষণ করে বোঝা যাবে সে কী অবস্থায় আছে। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, যোগাযোগ যদি ঠিক মত করা যায় তাহলে এই চন্দ্র অভিযান সফল হয়েছে।
চন্দ্রপৃষ্ঠে নামার একেবারে শেষ মুহূর্তে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনও সংকেত ইসরো পাচ্ছিল না। ফলে, চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমে পরিণতি শেষ পর্যন্ত কী হয়েছিল। তা নিয়ে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের স্পষ্ট ধারণা ছিল না। রোভার প্রোগ্রাম সহ ল্যান্ডারটি কি সম্পূর্ণ নষ্ট হয়েছে? না কি শুধুই সংযোগ বিচ্ছিন্ন হয়েছে? চন্দ্রপৃষ্ঠে যেখানে বিক্রমের নামার কথা ছিল বিক্রম কি সেখানেই নেমেছে? তা এখন খতিয়ে দেখছে ইসরো।
বিজ্ঞনীদের মতে অরবিটার বিক্রমের হাই রেজুলেশনের ছবি পাঠাতে শুরু করলে তার বিশ্লষন করে সব বিষয়ে ধারণা স্পষ্ট হবে।
বিক্রমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও চন্দ্রযান-২এর ৯৫% অক্ষত রয়েছে। সে ব্যাপারে নিশ্চিত ছিলেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছিলেন, সঠিকভাবেই অরবিটার চাঁদের নির্দিষ্ট কক্ষপথে পাক খাচ্ছে। তাই আশা ছিল অরবিটার যে ছবি পাঠাবে তার থেকে নতুন দিশা পাওয়া যেতে পারে। বিক্রমের খোঁজ পাওয়া সেই দিশারই ফল বলে মনে করছেন বিজ্ঞানীরা।