করোনা (Corona) , শব্দটা শুনলেই যে কারো শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যেতে বাধ্য। এখনও অবধি গোটা বিশ্বে চীন (China) থেকে ছড়ানো এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কয়েক হাজার। আক্রান্তের সংখ্যাটা শুনলে আঁতকে উঠবে সকলেই। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের ইউহান প্রদেশ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে যাওয়া এই রোগটিকে ‘প্যান্ডেমিক’ বলে ঘোষণা করেছে। নিস্তার নেই আমাদের দেশেরও ।
আর এর মাঝেই করোনায় আক্রান্ত হয়ে ইরানে (Iran) মৃত্যু হয়েছে প্রায় ২৯১ জনের। সে দেশে আক্রান্তের সংখ্যা ৮,০৪২ জন। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল মৃত ইরানিদের মধ্যে সে দেশের ইসলামিক নেতৃবৃন্দের মধ্যে থেকেই রয়েছেন প্রায় ১৩ জন। পাশাপাশি তাদের মধ্যে নতুন করে আক্রান্তের সংখ্যাও ১১ জন বলে শেষ সূত্রে পাওয়া খবর। কিছুদিন আগেই মার্কিন বিমান হানায় কুর্দ ফোর্সের প্রধাণ কাশিম সুলেমানি মারা যাওয়ার পর এই নেতৃবর্গের হম্বি-তম্বি গোটা বিশ্বকে তটস্থ করে দিয়েছিল ।
আবার একবার পশ্চিম এশিয়ায় যুদ্ধ লাগবে এরকম আশঙ্কা করেছিলেন অনেকেই। করোনা কাণ্ডের পর অবশ্য সেসব ধামাচাপা পরে গেছে এক লহমায়। ইরানে (Iran) অবস্থিত ভারতীয়দের অবশ্য যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করে এনেছে নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi’s government) ।