ভারত এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমান: অমিত শাহ

সামরিক দক্ষতায় ভারত এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমান বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেছেন, প্রতিবেশী দেশে ঢুকে হামলা চালানোর ক্ষমতা এখন ভারতেরও রয়েছে।

রোববার কলকাতায় এনএসজি ভবনের উদ্বোধনে এসে ভারতের সামরিক শক্তির বিষয়ে জানান এসব কথা বলেন অমিত শাহ। খবর হিন্দুস্তান টাইমসের।

অমিত শাহ বলেন, অতীতে প্রতিবেশী দেশে ঢুকে হামলা চালানোর ক্ষমতা কেবল আমেরিকা, ইজরাইলেরই ছিল। এখন সেই ক্ষমতা আমাদেরও হয়েছে। পাকিস্তানের বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারতের সামরিক খাতে ব্যাপক উন্নয়ন করেছে বিজেপি সরকার। সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম দুই শক্তিধর দেশের সঙ্গে এবার থেকে ভারতের নাম উচ্চারিত হবে।

রোববার বেলা ১১টায় কলকাতার রাজারহাটে এনএসজির স্পেশাল কম্পোজিট গ্রুপ কমপ্লেক্সের উদ্বোধন করেন অমিত শাহ।

এই সরকারের সময়কালে এনএসজির পক্ষ থেকেই সব আবেদন পূরণ করা হবে বলে ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, এনএসজিকে একটা সম্পূর্ণ কমান্ডো ফোর্সে রূপান্তরিত করা হবে। বিশ্বের অন্যান্য যে কোনো ফোর্সের থেকে দু কদম এগিয়ে থাকবে এই এনএসজি। তাদের শক্তিশালী করতে মোদি সরকার বেশ তৎপর।

এদিকে কলকাতায় অমিত শাহর আগমনের সঙ্গে সঙ্গে বিমানবন্দরে বিক্ষোভ শুরু করে সিএএ-রোধীরা। গো ব্যাক স্লোগান তুলে কালো পতাকা দেখানো হয় তাকে। যাদবপুরসহ পুরো পথজুড়েই অমিত শাহ বিরোধী স্লোগান দিতে দেখা গেছে সিএএবিরোধীদের।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.