আমেরিকা-রাশিয়ার সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে UNSC-তে ইউক্রেন নিয়ে ভোটই দিল না ভারত

আমেরিকা ও রাশিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। তবে ভারত সোমবার ইউক্রেন সম্পর্কিত উত্তেজনা অবিলম্বে হ্রাস করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার জন্য সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য সমর্থন জানানোর কথা পুনর্ব্যক্ত করেছে ভারত। আমেরিকা ও রাশিয়ার কাছে শান্তিপূর্ণ এবং গঠনমূলক কূটনৈতিক আলোচনার জন্য আবেদন করেছে ভারত।

বর্তমান চুক্তি বহাল রেখে আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখার বার্তা দিয়ে ভারত জানিয়েছে, ইউক্রেনে বসবাসকারী ২০ হাজার ভারতীয়র নিরাপত্তাই ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে। এদিকে ভারত শান্তির বার্তা দিলেও নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে পরদ চড়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে।ট্রেন্ডিং স্টোরিজ

জানা গিয়েছে, ভারত ছাড়া নিরাপত্তা পরিষদের আরও দু’টি দেশ ইউক্রেন ইস্যুতে ভোট দেওয়া থেকে বিরত থাকে। কেনিয়া ও গ্যাবন নিরাপত্তা পরিষদের সদস্য হওয়া সত্ত্বেও ইউক্রেন ইস্যুতে ভোট দেওয়া থেকে বিরত থাকে। তবে যে ১০টি দেশ এই ইস্যুতে ভোট দিয়েছে, তাদের মধ্যে রাশিয়া ও চিন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এদিকে আমেরিকা সহ আটটি দেশ প্রস্তাবনার পক্ষে ভোট দেয়।

মিন্সক চুক্তি ও নরম্যান্ডি ফরম্যাটে আমেরিকা ও রাশিয়ার মধ্যে চলা আলোচনার পক্ষে সওয়াল করে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, ‘ভারতের স্বার্থ হল এমন একটি সমাধান খুঁজে বের করা যা তাৎক্ষণিকভাবে উত্তেজনা কমিয়ে আনা সম্ভব হয়। সমস্ত দেশের বৈধ নিরাপত্তা স্বার্থ বিবেচনায় নিয়ে এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ করা উচিত।’

প্রসঙ্গত, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়। মার্কিন মুলুকে আল-কায়দার ৯/১১ হামলার পর ধাপে ধাপে আরও কাছে আসে ভারত-আমেরিকা। বর্তমানে চিন ইস্যুতে ভারত-আমেরিকা একই মেরুতে হওয়ায় দুই দেশ বেশ কাছাকাছি এসেছে। এই সময়কালে অবশ্য রাশিয়ার সঙ্গে ‘ঐতিহাসিক বন্ধুত্বে’ চিড় ধরতে দেয়নি ভারত। তবে ইউক্রেন ইস্যুতে ভারত উভয় সঙ্কটে পড়েছে। এই পরিস্থিতিতে আপাতত শান্তি বজায় রেখে দুই পক্ষকেই যুদ্ধ থেকে বিরত থাকার বার্তা দিল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.