পূর্ব লাদাখের (East Ladakh) গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রনরেখা থেকে সেনা সরিয়েছে ভারত ও চিন। বাফার জোন তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে। এবার প্যাংগং লেকের ফিঙ্গার পয়েন্ট পুনরুদ্ধার করাই লক্ষ্য ভারতের। এই পরিস্থিতিতে ভারত ও চিনের মধ্যে চতুর্থ কোর কমান্ডার পর্যায়ের বৈঠক চলল প্রায় ১৪.৫ ঘন্টা ধরে। মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিট থেকে ভারতীয় ভূখণ্ডের চুসুল পয়েন্টে (পূর্ব লাদাখ) শুরু হয় বৈঠক, সেই বৈঠক শেষ হয় ১৫ জুলাই (বুধবার) ভোররাত দু’টো (বেজিংয়ের সময় অনুযায়ী সকাল ৪.৩০ মিনিট) নাগাদ।
সেনা সূত্রের খবর, ভারত ও চিনের মধ্যে কোর কমান্ডার পর্যায়ের চতুর্থ বৈঠকে সেনা ও অস্ত্র সরানো-সহ বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, লেফটেন্যান্ট জেনারেল স্তরের ম্যারাথন বৈঠকে পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে বিরাট বাহিনী ও অস্ত্রসম্ভার সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয়েছে দু’দেশের সেনা কর্তাদের মধ্যে। বৈঠকে আরও কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।