পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে আমেরিকায় (America)। মার্কিন মুলুকে রীতিমতো তাণ্ডব দেখাচ্ছে কোভিড-১৯। মারণ ভাইরাসে সংক্রমিত হয়ে আমেরিকায় মৃত্যু হয়েছে ১,৫৪৪ জনের। আক্রান্তের সংখ্যা ১০১,৭০৭-এ গিয়ে ঠেকেছে।
শুরুতে বিশেষ পাত্তা দেয়নি আমেরিকা। এখন সেই ফলই ভুগতে হচ্ছে। আমেরিকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত আমেরিকায় করোনা-আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১০১,৭০৭-এ। মৃত্যু হয়েছে ১,৫৪৪ জনের। সংক্রমণের নিরিখে চিন ও ইতালিকেও পিছনে ফেলে দিয়েছে আমেরিকা।
2020-03-28