এক বস্তা আটা কিংবা ময়দা চাই। প্রাণের পরোয়া নেই। ছুটছে মানুষ। কাড়াকাড়ি, হাতাহাতি। পাকিস্তানের এমন ছবি ঘিরেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, আটা বোঝাই একটি লরির পিছনে খালি পায়ে এবং মোটরসাইকেলে সওয়ার হয়ে পরস্পরকে টেক্কা দিয়ে ছুটছেন পাক-নাগরিকরা।
ন্যাশনাল ইকুয়ালিটি পার্টি জম্মু-কাশ্মীর গিলগিট বালিস্থান অ্যান্ড লাদাখের চেয়ারম্যান প্রফেসর সাজ্জাদ রাজা সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, আটার বস্তা বোঝাই একটি লরির পিছনে প্রাণপণে ছুটছে ক্ষুধার্ত জনতা। কেউ মোটরবাইকে চড়ে ছুটছেন, তো কেউ খালি পায়েই দৌড়াচ্ছেন। দু একজন লরিটির একদম কাছে পৌঁছে গেছেন। টাকার বিনিময়ে এক বস্তা আটা পাওয়ার জন্য কাকুতি মিনতি করতে দেখা যাচ্ছে তাঁদের।
অধ্যাপক রাজা ভিডিও ক্যাপশনে লিখেছেন, ‘এটা কোনও মোটরসাইকেল র্যালি নয়। পাকিস্তানের মানুষজন মাত্র ১ ব্যাগ আটা পাওয়ার জন্য এই ভাবেই প্রাণ হাতে করে গম বোঝাই ট্রাকের পিছনে ছুটছে। জম্মু-কাশ্মীরের মানুষের এবার জেগে ওঠা উচিত। ভাগ্যিস আমি পাকিস্তানি নই, এবং এখনও নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে আমার। কিন্তু আমাদের কি আদৌ পাকিস্তান সঙ্গে কোন ভবিষ্যৎ রয়েছে? ’
বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি জায়গায় লরি থেকে আটার বস্তা বিতরণ হচ্ছে। তা নেওয়ার জন্য লাইন করে দাঁড়িয়ে রয়েছেন পাক নাগরিকরা। সেই লাইনে দাঁড়ানো একের পর এক লোককে ধাক্কা দিয়ে পাশের হাই ড্রেনে ফেলে দিচ্ছেন অন্য একজন।