ব্রিটেনে ক্রমশ কমছে খ্রিস্টান জনসংখ্যা। সর্বশেষ সেনসাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৫০ শতাংশের কম মানুষ ব্রিটেনে খ্রীষ্টান ধর্ম পালন করেন। অন্যদিকে দ্রুত বাড়ছে মুসলমানদের জনসংখ্যা। কার্যত একই রয়েছে হিন্দুদের জনসংখ্যা, শতাংশের বিচারে।
ইংল্যান্ড ও ওয়েলস মিলিয়ে মাত্র ৪৬.২ শতাংশ মানুষ বলেছেন তাঁরা খ্রীষ্টান ধর্মালন্বী। উল্লেখ্য এক দশক আগে সেই সংখ্যাটি ছিল ৫৯.৩ শতাংশ। ইসলাম ধর্মালম্বীদের সংখ্যা শতাংশের বিচারে ৪.৯ থেকে ৬.৫ হয়ে গিয়েছে। হিন্দুরা দশ বছরে ১.৫ শতাংশ থেকে মোট জনসংখ্যার ১.৭ শতাংশ হয়েছে। প্রায় ৩৭ শতাংশ মানুষ বলেছেন যে তারা কোনও ধর্ম পালন করেন না বা মানেন না। এক দশক আগে এটি ২৫ শতাংশ ছিল।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে সরকারের বিভিন্ন অঙ্গের সঙ্গে একেবারে নিবিড় ভাবে যুক্ত আছে খ্রীষ্ট ধর্ম। সে বিভিন্ন চার্চ চালিত স্কুলের জন্য সরকারি সাহায্যই হোক বা উচ্চকক্ষে বিশপদের উপস্থিতি হোক না কেন। সেখানে এত বড় সংখ্যক মানুষ ধর্ম কার্যত মানেননা সেটা বেশ তাৎপর্যপূর্ণ।