ভারত বিরোধী আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মোদিকে ফ্যাসিস্ট বললেন বলি সঙ্গীত পরিচালক জাভেদ আখতার

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি সাক্ষাতকারে বলিউডের সঙ্গীত পরিচালক জাভেদ আখতার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্যাসিস্ট বলে আবার বিতর্কে | পাশে চিত্র পরিচালক মহেশ ভাটকে সঙ্গে নিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট মানে তার সিং গজাবে না | ফ্যাসিস্ট হয় তার ভাবনা-চিন্তায় | আর অবশ্যই আমি মনে করি নরেন্দ্র মোদি একজন ফ্যাসিস্ট মানুষ | যদি কেউ মনে করে আমরা সব চাইতে উচুতে আর অন্যরাই এই মানুষগুলোই সব কিছুর মূলে, তবে আমি মনে করি এই চিন্তাধারাই ফ্যাসিস্টের |

ভারত কি ইসলামোফোবিকয় উত্তরে মহেশ ভাট বলেন, এই আতঙ্ক মানুষের মনে ৯-১১ এর ঘটনাকে সামনে রেখে তৈরি করা হয়েছে | আমার মনে হয়না সাধারণ ভারতবাসী আদৌ ভারতের মুসলিমদের নিয়ে বেশি চিন্তিত | এখানেই শেষ নয় | ভাট ও আখতার দুজনেই সংবাদমাদ্যমের ভূমিকাকে দোষারোপ করেন এর জন্য | তাদের মতে, বেশ কিছু চ্যানেল যারা বিজেপিকে ক্ষমতায় দেখার জন্য নানা ফন্দি ফিকির করে থাকে | তারাই মানুষের মধ্যে ওরা-আমরা করে | নাগরিকত্ব সংশোধনী নিয়ে সমানভাবে বিরোধীতায় সরব হন তারা |

তবে এই দুজনেই প্রথম নয় | বরং বারবার বিজপির নানা সিদ্ধান্তের বিরোধীতা করে জনসমক্ষে সোচ্চার হয়েছেন অতীতে | যে সংবাদ মাধ্যমে এই সাক্ষাতকারটি নেওয়া হয়েছে ,তারাও কাশ্মীরে স্বায়ত্বশাসনের বিলোপকে কেন্দ্র করে একাধিক ভারত বিরোধী তথ্যচিত্র তুলে ধরে কাশ্মীরীদের ভারতে খারাপ অবস্থার কতা তুলে ধরেছে অতীতে | তাই ভারত সরকার বিরোধী এই দুই সেলিব্রিটিকে দিয়ে নিজেদের এজেন্ডাকে আবারো বিশ্বের সামনে তুলে ধরতে চাইল এরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.