আবার বাংলাদেশ। শ্মশান কালী মন্দিরে হামলা চালাল মুসলিম মৌলবাদিরা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বিগ্রহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমিল্লার মুরাদনগরে। স্থানীয়দের অভিযোগ, হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন।
কুমিল্লার মুরাদনগর থানার অন্তর্গত দারোরা শ্মশান কালী মন্দির ভক্তদের কাছে জাগ্রত বলে পরিচিত। মন্দিরটি সরকারি দফতরে নথিভুক্ত। এছাড়াও, মন্দিরের পাশেই রয়েছে শ্মশান। তথ্য অনুযায়ী, মন্দির এবং শ্মশান মিলিয়ে মোট জমি ৭৮৪০.৮ বর্গফুট। এর মধ্যে মন্দির রয়েছে ১৩০৬.৮ বর্গফুট জমির উপরে এবং বাকি জমির মধ্যে ৫২২৭.৬ বর্গফুট জমি হিন্দু সম্প্রদায়ের ব্যবহৃত শ্মশান হিসেবে সরকারি দফতরে নথিভুক্ত।
অভিযোগ, হোসেন নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি বেশ কয়েক বছর ধরেই শ্মশানের জমি দখল করার চেষ্টা চালাচ্ছেন। একাধিকবার হুমকিও দিয়েছেন মন্দির কমিটির লোকজনকে। এমনকি বছর খানেক আগেই মন্দিরের জমির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেছিলেন হোসেন। কিন্তু সেই মামলায় হেরে যান তিনি। তাই মন্দির ও শ্মশানের জমি দখলের উদ্দেশ্যে হোসেনের লোকজন এমন কান্ড ঘটিয়েছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের।
তারপরই মন্দির কমিটির লোকজন সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়েছিলেন। মূর্তি ভাঙার কয়েকদিন আগেই উপজেলা নির্বাহী অফিসার মন্দিরস্থল এবং পাশের শ্মশান পরিদর্শন করেন এবং ১০-১২ দিনের মধ্যেই বিষয়টির সমাধান করার আশ্বাস দেন। কিন্তু এরই মধ্যে মন্দিরে হামলার ঘটনা ঘটল।