‘আমাকে বারবার পাকিস্তানী বলা হয়। আমি বলবো আমি সত্যিই পাকিস্তানী। মোদী-শাহ পারলে যা করার করে নিন।’ সিএএ বিরোধী সভা থেকে এমনটাই মন্তব্য করে বসলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বুধবার উত্তর ২৪ পরগণার বসিরহাটে সিএএ, এনআরসি এবং এনপিআরের বিরোধীতায় ছিল কংগ্রেসের সভা। সেখান থেকে অনবরত প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগতে থাকেন বহরমপুর থেকে নির্বাচিত এই কংগ্রেস সাংসদ ।
লোকসভায় দলের অন্যতম প্রধান মুখ অধীরবাবুর মুখ থেকে এই মন্তব্য শুনে হতচকিত হয়ে যান উপস্থিত কংগ্রেস কর্মীরা। তিনি আরো বলেন দিল্লী থেকে বিজেপি নেতারা যা বলবেন তাই সকলকে মেনে নিতে হবে। না মানলেই তাকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ইতিপূর্বেই তিনি হিজবুল জঙ্গীদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গ্রেফতার হওয়া ডিএসপি দেবিন্দর সিংকে নিয়ে টিপ্পনী করেছিলেন ।
তিনি বলেন, দেবিন্দর যদি সিং না হয়ে খান হতেন তবে আরএসএসের ট্রোল আর্মি তাকে ছেড়ে কথা বলতো না। এতদিনে তার ঠিকুজি কুষ্ঠি উদ্ধার করে দেওয়া হত। দেশের শত্রুদের জাত-ধর্ম বা রং দেখে বিচার করা উচিত নয় বলে তিনি আরো যোগ করেন। পুলওয়ামা কাণ্ডের পিছনে আসলে কাদের হাত তাও তদন্ত করে দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন ।