একের পর এক দুর্যোগ। পৃথিবীর দিকে ধেয়ে আসছে একের পর এক বিশাল আকাশের গ্রহাণু। জানা যাচ্ছে, অন্তত পাঁচটি গ্রহাণু বৃহস্পতিবার সকালের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এমনটাই জানাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহানু একেবারে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গিয়েছে।
নাসাকে ‘কোট’ করে বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, বুধবার ভারতীয় সময় দুপুর ২.১৩ মিনিটে বা ইস্টার্ন ডেলাইট টাইম (ইডিটি) অনুসারে ভোর ৪.৪৩ টায় ১০৮ ফুট চওড়া ২০২০ কেকে৭ গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে উড়ে গিয়েছে। এরপর সন্ধে ৬.১৭ মিনিট নাগাদ (ইডিটি অনুসারে সকাল ৮.৪৭ টা) ঘন্টায় ১২,০০০ মাইল বেগে পৃথিবীর পাশ দিয়ে উড়ে গিয়েছে ১১৫ ফুট চওড়া ২০২০ কেডি৪ গ্রহাণু।
তা পৃথিবীর আড়াই মিলিয়ন মাইল দূর দিয়ে বেরিয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, সবচেয়ে বড় গ্রহাণু ১৪৪ ফুট ব্যাসের ২০২০ কেএফ ঘন্টায় ২৪ হাজার মাইল গতিবেগে রাত সাড়ে নটা নাগাদ উড়ে যাবে। ইডিটি অনুসারে, ওই সময় দুপুর বারোটা। এর পরের গ্রহাণুটি প্রায় ১০৫ ফুট চওড়া। এর নাম ২০২০ কেজেআই।
ইডিটি অনুসারে দুপুর ২.৫৭ নাগাদ তা ঘন্টায় ১১ হাজার মাইল বেগে পৃথিবীর পাশ ঘেঁষে বেরিয়ে যাবে। পৃথিবীর কাছ থেকে এর ন্যূনতম দূরত্ব থাকবে ১.৩ মিলিয়ন মাইল। ভাবছেন তো বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে? মোটেই না। আরও একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে।
প্রায় ১৭১ ফুট ব্যাসের বিশাল একটি গ্রহাণু ধেয়ে আসতে চলেছে। আর যেটা আসছে তা পৃথিবীর দিকেই। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বিজ্ঞানীদের মধ্যে। প্রতি মুহূর্তে নজর রেখে চলেছেন ধেয়ে আসা গ্রহাণুটির দিকে। সিএনইওএস-এর তথ্য অনুসারে ২০২০ কেই৪ নামে চিহ্নিত গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘন্টায় ২০ হাজার মাইল গতিতে। তবে বিশাল আকৃতির হলেও খুব একটা আশঙ্কার কিছু দেখছেন না বিজ্ঞানীরা। কারণ বিশাল এই গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সঙ্গে সঙ্গে জ্বলে যাবে এবং আকাশেই বিস্ফোরণের পর বিলীন হয়ে যাবে।