ফের অপহরণ করে জবরদস্তি ধর্ম পরিবর্তনের কারণে শিরোনামে পাকিস্তান। এবারে অভিযোগ সিন্ধু প্রদেশে। দিন কয়েক আগে পঞ্জাব প্রদেশের নানকানা সাহিবে এক শিখ নাবালিকাকে জোর করে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্মান্তরণের অভিযোগ ওঠে সে দেশের সংখ্যাগুরু দুস্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে হিতে বিপরীত হয় ।
নানকানা থেকে সমস্ত শিখদের তাড়িয়ে দেওয়ার অহ্বান জানায় সেখানকার কিছু অধিবাসী। গুরুদ্বারার সামনে থেকে চলে হুমকি প্রদর্শনও।ঘটনার পর তীব্র প্রতিবাদ জানায় ভারত স্থিত শিরোমনী গুরুদ্বারা প্রবন্ধক কমিটি। প্রতিক্রিয়া ব্যক্ত করেন ঐ কমিটির সদস্য এবং শিরোমনী অকালী দলের নেতা মনজিন্দর সিং সিরসা। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানায় ভারতও। বিদেশ মন্ত্রক থেকে জারি করা হয় বিবৃতি। এবারে ফের একই অভিযোগে দুষ্ট হল প্রতিবেশী দেশ পাকিস্তান। দক্ষিণ পূর্বের সিন্ধু প্রদেশে অভিযোগ উঠলো ফের একজন হিন্দু নাবালিকার অপহরণ এবং জবরদস্তি ধর্ম পরিবর্তনের ।
ঐ নাবালিকার বাবা বিজয় কুমার স্থানীয় জেলা পুলিশ আধিকারীকের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি থানা থেকে বেরিয়ে এসে জানান তার মেয়ে ১৪ বছর বয়সী এবং ক্লাস নাইনের ছাত্রী। তাকে যে অপহরণ করেছে তাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেনও বলে মত প্রকাশ করেন। পুলিশের এসপিকে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন বলেও বলেন সাংবাদিকদের ।