প্রাণ সংশয়ের গোয়েন্দা খবরে হাফিজের বাসা বদল আইএসআইয়ের

জৈশ এ মহম্মদ চিফ মাসুজ আজহারের জন্য বিশেষ ব্যবস্থা | পাকিস্তানের (Pakistan) গোয়েন্দা রিপোর্টে জানা যাচ্ছে তার প্রাণ সংশয়ের যথেষ্ট কারণ রয়েছে | তাই আর কোন সময় নষ্ট করতে চায়নি পাকিস্তান গুপ্তচর সংস্থা আই এস আই (ISI)| জৈশের হেড কোয়ার্টার ভাওয়ালপুর (Bhawalpur) থেকে রাতারাতি তাকে সরিয়ে নিয়ে যাওয়া হল রাওয়ালপিন্ডিতে (Rawalpindi)| সেখানে তাকে কিডনির সমস্যার জন্য ভর্তি করা হবে এক হাসপাতালে | যা কড়া পাহারায় থাকবে আইএসআইয়ের (ISI)|

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের হত্যায় জড়িত থাকার অপরাধে তাকে বন্দী করা হলেও বরাবরই হাফিজ থেকেছে রাজার হালেই | আগে পরে কমপক্ষে বিশজন দেহ রক্ষী সঙ্গে থাকতে দেখা গিয়েছে তার | এবারও তার অন্যথা হবে না | এই হাফিজকে (Hafeez) গ্রেফতার নিয়ে কম নাটক করেনি পাকিস্তান | পুলওয়ামা কান্ডে হাফিজের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ ভারত পেশ করার পরেও পাকিস্তান আন্তজাতিক চাপ ছাড়া আজও জৈশের প্রধানকে পাকিস্তানের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যেত | আইএসআই (ISI) ২০১৫ এর পর উপত্যকার কোন অশান্তিতে জৈশকে কাজে লাগায়নি | বরং তার চেয়ে লস্করের ও জামাত উল মুজাহিদিনের উপরেই বেশি আস্থা রেখেছিল |

কিন্তু ভারতে পুলওয়ামা হামলার পরে জৈশের পাশাপাশি নাম জড়ায় হাফিজের | জানা যায় হাফিজের দুই ভাই যাদের কাঁধে রয়েছে এই জঙ্গী সংগঠন চালানোর ভার,তাদের একজনের ছেলেই মাস্টার মাইন্ড পুলওয়ামা হামলার | তাই সেক্ষেত্রে হাফিজকে নিয়ে আবারও টানাটানির আশঙ্কা করছে আই এস আই (ISI) | প্রাণ সংশয়ের ভয়ে তাই নিরাপদ আশ্রয়ে রেখে দিতে চাইছে তারা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জঙ্গীর শিরোপা পাওয়া হাফিজকে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.