২০২০ সাল অর্থাৎ এই বছরটা লিপ ইয়ার। এই বছর ফেব্রুয়ারি মাসটা ২৮ নয়, বরং ২৯। আর যাকে ভুগোলের ভাষায় বলা হয় লিপ ডে। ৪ বছর পর পর এই লিপ ইয়ার হিসেবে চিহ্নিত হয়। আর এই বছর যেহেতু লিপ ইয়ার তাই এই বছরটাকে একটু স্পেশ্যাল ভাবে উদযাপনে মেতেছে গুগলের ডুডল।
আমরা জানি, সূর্যের চারিদিকে পৃথিবী একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন। ভূগোল মতে, পৃথিবীর এই বার্ষিক গতির সঠিক সময় ৩৬৫ দিন ৬ ঘণ্টা। যার চার বছর অন্তর যোগফল দাঁড়ায় ৩৬৬ দিন। সেই বাড়তি দিন এভাবে লিপ ডে হিসেবে যুক্ত হয় ফেব্রুয়ারি মাসে। বিশ্বের বেশিরভাগ সৌর ক্যালেন্ডারে উল্লেখ আছে এই লিপ ইয়ার এবং লিপ ডে-র। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী চান্দ্র মাসের ওপর নির্ভর করে এই বাড়তি দিন যুক্ত হয়। সেবছর ৩৬৫ দিনের বদলে বছর হয় ৩৬৬ দিনে। সম্পূর্ণ ভৌগোলিক কারণে হলেও এখনও এই বিশেষ দিন বা বছর নিয়ে মানুষের মনে নানা কুসংস্কার রয়ে গেছে। লিপ দিবসে জন্ম নেওয়া যে কোনও ব্যক্তি “লিপলিং” নামে পরিচিত। গিনেস বুক অফ রেকর্ডস জানিয়েছে, সেখানে লিপ ডে-তে একই বংশের দুই সদস্য জন্মানোর রেকর্ড আছে। লোককথা বলছে, লিপ ডে নাকি সাধারণত শুক্রবারে হয় এবং সেদিন বদল ঘটে আবহাওয়ারও।
2020-02-29