বিশ্বজুড়ে মাত্র এক বছরেরও কম সময়ে করোনার দাপটে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ মিলিয়ন । গত বছরের শেষের দিকে যে মারণ ভাইরাস চিন থেকে ছড়িয়ে পড়েছিল বলে মনে করা হয়, রবিবার অবধি বিশ্বজুড়ে সেই ভাইরাসে মৃতের সংখ্যা ১০ লক্ষ।
বলা যেতে পারে সারা পৃথিবী জুড়ে দাপট দেখিয়েছে এই ভাইরাস। একদিকে যেমন এটুই দাপট দেখিয়েছে ব্রাজিলের জঙ্গলে থাকা উপজাতিদের মধ্যে, অন্যদিকে আমেরিকার বৃহত্তম শহর নিউ ইয়র্কেও মৃত্যু হয়েছে মানুষের। সারা পৃথিবীর অর্থনীতিকে বিপর্যস্ত করে
সাধারণ মানুষের জীবন যাত্রাতেও পরিবর্তন এনেছে করোনা। সারা বিশ্ব জুড়ে থমকে গিয়েছে বিনোদন, খেলাধূলা, স্পোর্টস-এর মতো বিষয়। তবে এখন অবশ্য ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
রবিবার রাত ১০ টা ৩০ নাগাদ ৩ কোটি ৩০ লক্ষ আক্রান্ত মানুষের মধ্যে বিশ্বে মোট ১০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএফপি-র ট্যালি।
মৃত্যু হারে সর্বোচ্চ শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে মৃতের সংখ্যা ২ লক্ষের বেশি। এরপরেই তালিকায় রয়েছে ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং ব্রিটেনের নাম।
সাধারণ মানুষ দীর্ঘ প্রায় ৮ মাস ধরে ঘরবন্দি রয়েছেন। মাস্ক, সামাজিক দূরত্ব এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। ভ্যাকসিনের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে সাধারণ মানুষ।
হু-এর এমার্জেন্সি ডিরেক্টর মাইকেল রায়ান সাংবাদিকদের জানিয়েছেন, ১ মিলিয়ন একটা ভয়াবহ সংখ্যা। ২ মিলিয়নে যাওয়ার আগে সেটি রোধ করা দরকার।