ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের গ্যাস বেরচ্ছে। ঘটনাস্থলে রয়েছে ৫০ জন দমকলকর্মী ও এনডিআরএফ টিম।
২-৩ কিলোমিটারের মধ্যে থাকা গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
এক শিশু সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ২০০ জনকে। যাদের মধ্যে ৮০ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ওই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, গ্যাস লিক করেছে ২টি ৫০০০ টন ট্যাঙ্ক থেকে। মার্চ থেকে ট্যাঙ্ক দুটির কোনও দেখভাল করা হয়নি বলে অভিযোগ। এর মধ্যে লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ ছিল। তাই রাসায়নিক বিক্রিয়ার জেরে তাপ উৎপাদন বলে খবর। এরপরেই তা লিক করে সর্বত্র ছড়িয়ে পড়ে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।