Galwan Clash Video in 20th CCPC: চিনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসে দেখানো হল গালওয়ান সংঘর্ষের ভিডিয়ো

তিন দশকের প্রথা ভেঙে তৃতীয়বারের জন্য চিনের সর্বোচ্চ নেতা হতে চলেছেন শি জিনপিং। তাঁর ক্ষমতায় ফেরার আনুষ্ঠানিকতা পূর্ণ হবে চিনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে। রবিবারই সেই কংগ্রেস শুরু হয়েছে। এবং তাতেই অংশ নেন ২০২০ সালের জুন মাসের গালওয়ান সংঘর্ষে জখম হওয়া চিনা সামরিক কমান্ডার। রবিবার বেজিংয়ের ‘গ্রেট হলে’ অনুষ্ঠিত পার্টি কংগ্রেসের দিকে নজর ছিল গোটা বিশ্বের। সেখানেই উপস্থিত ছিলেন পিপল’স লিবারেশন আর্মি এবং পিপল’স আর্মড পুলিশের ৩০৪ জন ডেলিগেট। সেই ডেলিগেটদের মধ্যেই ছিলেন চি ফাবাও। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের সময় জখম হয়েছিলেন ফাবাও।

বেজিংয়ের গ্রেট হলে রবিবার গালওয়ান সংঘর্ষের একটি ভিডিয়ো প্রদর্শিত হয়। সেই ভিডিয়োতে দেখা যায়, চি ফাবাও ভারতীয় সৈন্যদের দিকে তেড়ে যাচ্ছেন। প্রসঙ্গত, বিগত বছরগুলিতে জিনপিংয়ের নেতৃত্বে চিনা কমিউনিস্ট পার্টির সাফল্যের খতিয়ান তুলে ধরতে ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল পার্টি কংগ্রেসে। সেই ভিডিয়োর অংশ ছিল গালওয়ান সংঘর্ষের সেই ক্লিপ। এর আগে গালওয়ান সংঘর্ষের পরও ২০২০ সালে এই ক্লিপটি চিনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। ২০২১ সালে প্রথমবার চি ফাবাওয়ের নাম প্রকাশ করা হয়েছিল। তারপর থেকেই ভারত বিরোধী প্রচারে ফাবাওকে হাতিয়ার করেছে বেজিং। শীতকালীন অলিম্পিকে ফাবাওকে মশালবাহী করা হয়েছিল। এর জেরে ভারতের তরফে শীতকালীন অলিম্পিকের কূটনৈতিক বয়কট করা হয়েছিল।

পার্টি কংগ্রেসে চিনা সেনা নিয়ে শি জিনপিং বলেন, ‘যৌথ প্রশিক্ষণ, ফোর্স-অন-ফোর্স ট্রেনিং এবং উচ্চ মানের প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণের উপর জোর দেওয়া হবে। যুদ্ধের পরিস্থিতিতে সামরিক প্রশিক্ষণ আরও জোরদার করা হবে। নিয়মিতভাবে আমাদের সামরিক বাহিনী মোতায়েন করার ক্ষেত্রে আমাদের পারদর্শী হতে হবে… এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে, সংকট প্রতিরোধ করবে এবং স্থানীয় যুদ্ধে জয় পেতে সাহায্য করবে।’ এদিকে ‘স্থানীয় যুদ্ধ’ বলে জিনপিং কোনদিকে ইঙ্গিত করেন, তা যদিও স্পষ্ট করেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.