মারণ করোনা ভাইরাসে আক্রান্ত ব্রাজিলের প্রাক্তন জাতীয় দলের তারকা রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho)। নেইমার (Neymar), ইব্রাহিমোভিচ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর–সহ একাধিক তারকা ফুটবলারের পর এবার আক্রান্ত হলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলারটি। তবে ভাল খবর, ভাইরাস শরীরে বাসা বাঁধলেও উপসর্গহীন রোনাল্ডিনহো। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। রবিবার নিজের ইনস্টাগ্রামে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান রোনাল্ডিনহো।
করোনা মহামারীতে গোটা বিশ্ব বিপর্যস্ত। করোনায় (Covid-19) আক্রান্ত দেশগুলোর মধ্যে ব্রাজিল (Brazil) প্রথম তিনে। করোনার প্রকোপও দক্ষিণ আমেরিকার দেশটিতে অনেক বেশি। এই পরিস্থিতিতে অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে খেলতে বেলো হরাইজেন্তে রয়েছেন রোনাল্ডিনহো। সেখানেই শারীরিক পরীক্ষার পর ধরা পড়ে করোনার ভাইরাস বাসা বেঁধেছে তাঁর শরীরে। উপসর্গহীন হওয়ায় আপাতত সেলফ আইসোলেশনে রয়েছেন লিও মেসির (Leo Messi) প্রাক্তন সতীর্থ। এর আগে তাঁর স্বদেশীয় নেইমারও আক্রান্ত হয়েছিলেন মারণ এই ভাইরাসে।
https://www.instagram.com/Ronaldinho/?utm_source=ig_embed
এদিকে, আরও বিপাকে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। করোনা সংক্রান্ত নিয়মভঙ্গের জন্য এবার তদন্ত শুরু হয়েছে সিআর সেভেনের বিরুদ্ধে। জানিয়েছেন খোদ ইতালির (Italy) ক্রীড়ামন্ত্রী। কয়েকদিন আগেই আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পর্তুগাল শিবিরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। কিন্তু মারণ করোনায় আক্রান্ত হওয়ায় শিবির ছাড়তে হয়। এরপরই একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ইতালিতে ফিরে আসেন জুভেন্তাসের খেলোয়াড়টি। সোজা চলে যান নিজের বাড়িতে। অভিযোগ এভাবে করোনা পজিটিভ হওয়ার পরও সেলফ আইসোলেশনে না থেকে দেশে ফিরে এসে নিয়ম ভেঙেছেন রোনাল্ডো। এরপরই শুরু হয়েছে তদন্ত। এই প্রসঙ্গে সেদেশের ক্রীড়ামন্ত্রী বলেন, রোনাল্ডো করোনা সংক্রান্ত বিধিনিষেধ মানেননি। তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এদিকে, মেসির বার্সেলোনার (Barcelona) বিরুদ্ধে ম্যাচের একদিন আগে ফের করোনা পরীক্ষা হবে রোনাল্ডোর। সেই পরীক্ষায় পাশ না করতে পারলে ওই ম্যাচে মাঠে নামতে পারবেন না সিআর সেভেন।