ব্রিটিশ সরকারের তরফে করা হল বিশেষ ঘোষণা। আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বড়ো ধরণের সিদ্ধান্ত নিল ঋষি সুনক সরকার। যে সমস্ত সংস্থা ও মানুষ দেশে মানবাধিকার লঙ্ঘন করেছিল, সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ব্রিটেন সরকার এই সিদ্ধান্তটি নেন গত সপ্তাহে শুক্রবারে। ওইদিনই আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস ছিল। এইদিন ঋষি সুনক সরকারের তরফে নিষিদ্ধ হওয়ার একটি তালিকা প্রকাশ করা হয়। ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি তালিকাটি প্রকাশ করা হয়। এই তালিকায় থাকে মোট ৩০ জনের নাম। তালিকাটিতে একাধিক সংস্থার নাম থাকা ছাড়াও এক মৌলানার নামও রয়েছে বলে জানা গেছে।
উক্ত মৌলানার নাম আব্দুল হক। তিনি মূলত ভারচুণ্ডী শরিফ দরগাহের মৌলানা। এই দরগাহটি মূলত পাকিস্তানের সিন্ধ এলাকায় ঘটকি প্রদেশে অবস্থিত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের সংখ্যালঘু নাবালিকাদের ধরে বলপূর্বক ধর্মান্তরণ করাতেন এবং তাঁদের বিয়ে করাতেন।