ভারতকে পরমাণু বোমার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ! লন্ডনে উনাকে ডিম ছুঁড়ে মারলো লোকজন।

জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ বিলুপ্ত করতেই পাকিস্তানের নেতা মন্ত্রীরা ভারতের উপর আক্রোশিত হয়ে পড়েছিল। পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ তো ভারতকে খোলাখুলি পরমাণু হামলার হুমকি দিচ্ছিলেন। যদিও পাকিস্তান মুখে যতটা বলে তার কোনো অংশেই করার ক্ষমতা রাখে না। তবে পাকিস্তানের রেলমন্ত্ৰী সাথে ঘটা এমন ঘটনা সামনে আসছে যা সকলকে হাসিয়ে তুলতে পারে। আসলে শেখ রাশিদ লন্ডনের এক অনুষ্ঠানে পৌঁছে ছিলেন। কিন্তু সেখানে উনাকে  খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

লন্ডনে এচিভমেন্ট এওয়ার্ড অনুষ্ঠানে গেছিলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ। অনুষ্ঠান সোমারাহ থেকে বেরোতেই উনার সাথে ঘটে দুর্ঘটনা। এক অজ্ঞাত পরিচয় এর ব্যাক্তি শেখ রাশিদের উপর ডিম ছুড়ে মারে। শেখ রাশিদের লোকজন ওই ব্যাক্তিকে ধরতে গেলে ততক্ষনে ব্যাক্তিটি পালিয়ে যায়। অনুষ্ঠান থেকে বেরোতেই উনার উপর ডিমের বর্ষা করে দেওয়া হয়। কিন্তু শেখ রাশিদের লোকজন উনাকে ধরতে সক্ষম হয়নি।

Eggs thrown at railways minister Sheikh Rasheed in London. pic.twitter.com/0iRQXumslA

— Naila Inayat नायला इनायत (@nailainayat) August 20, 2019

স্মরণ করিয়ে দি, এটা সেই শেখ রাশিদ যিনি বলেছিলেন ভারতের সাথে যুদ্ধ হলে আমিও যুদ্ধে নেমে পড়বো। শেখ রাশিদ বলেছিলেন আমি পাক সেনাকে নেতৃত্ব দেব, পাক সেনারা আগে আগে আমি যুদ্ধ করবো। শুধু এই নয়, পাকিস্তানের এই মন্ত্ৰী হুমকি দিয়ে বলেছিলেন যুদ্ধ হলে ভারতে একটাও পাখি বাঁচবে না। ভারতের একটাও মন্দিরে ঘন্টা বাজবে না বলে হুমকি দিয়েছিলেন এই পাকমন্ত্রী। কিন্তু বিশ্বস্তরে উনার সন্মান কতটুকু তা লন্ডনেই বোঝা গেল। বাইরের দেশে গিয়ে ডিমের আঘাত পেতে হলো পাক রেলমন্ত্রী শেখ রাশিদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.