বিশ্বের প্রথম করোনা ভাইরাসের (Coronavirus) ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল রাশিয়া (Russia)। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি আরও জানিয়েছেন, রাশিয়ায় তৈরি হওয়া এই কোভিড ভ্যাকসিন নিয়েছেন তাঁর মেয়ে। বিশ্বের প্রথম করোন ভ্যাকসিন নিয়ে এল রাশিয়া। এমনটাই দাবি করেছে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর (WHO) ছাড়পত্র ছাড়া এটি অন্য দেশে ব্যবহার করা যাবে না। সূত্রের খবর, প্রেসিডেন্টের মেয়ের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। পুতিন বলেছেন, “আজ সকালেই ভ্যাকসিনের রেজিস্ট্রেশন হয়ে গেছে। রাশিয়াই প্রথম কোভিড ভ্যাকসিন বিশ্বের বাজারে নিয়ে আসতে চলেছে।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়, টিকার ট্রায়াল সফল হয়েছে। মানুষের শরীরে এই ভ্যাকসিন নিরাপদ ও কার্যকরী। রাশিয়ায় প্রতিরক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে করোনার ভ্যাকসিন তৈরি করছে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট। এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয় ১৮ জুন। ৩৮ জন স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হয়। প্রথম পর্যায়ের ট্রায়ালের পরে রাশিয়া জানায় এই ভ্যাকসিন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, প্রথম দলের সকলের শরীরেই করোনা ভাইরাসের মোকাবিলায় প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়েছে। কারও শরীরে এই টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই দলের স্বেচ্ছাসেবকদের ১৫ জুলাই হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয় দলকে ডিসচার্জ করা হয় ২০ জুলাই। চলতি বছর অক্টোবর মাস থেকেই রাশিয়া জুড়ে টিকাকরণের কাজ শুরু হবে।