করোনাভাইরাস (Coronavirus) রোধে পাকিস্তানের (Pakistan) কর্তারপুর যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
ভারতে ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ৯৩। এমন পরিস্থিতিতে করোনায় আক্রান্ত পাকিস্তানে (Pakistan) যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এক ট্যুইটবার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে করোনাভাইরাসের বাড়বাড়ন্ত রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রী কর্তারপুর সাহেবে ভ্রমণ এবং সেই সংক্রান্ত রেজিস্ট্রেশন সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ১৬ মার্চ রাত ১২ থেকে এই নিয়ম বলবত হবে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে।
উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যে অন্যান্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে যেমন বাংলাদেশ (Bangladesh), নেপাল, ভুটান, মায়ানমারে থেকে স্থলে পথে যাত্রী আসা যাওয়া ১৫ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
2020-03-15