সীমান্তে ভারতীয় সেনা চীনের সেনাকে রগড়ে লাল করে দিয়েছে। অন্যদিকে ভারত সরকার চীনের বারোটা বাজানোর জন্য কোনো সুযোগ হাতছাড়া করছে না। ভারতীয় সেনা চীনের সেনাকে পিছু হটিয়ে বেশকিছু এলাকা পুনর্দখল করেছে। এদিকে ভারত সরকার চীনের উপর আবারও ডিজিটাল স্ট্রাইক করেছে।
ভারত সরকার চীনের ১১৮ টি অ্যাপকে ব্যান করেছে।যার মধ্যে PUBG নামক গেমিং অ্যাপও ছিল। PUBG অ্যাপ ভারতে কম বয়সী ছেলে মেয়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিল। এই অ্যাপের কারণে বহুজনের জীবন নষ্ট হয়েছে। PUBG গেমটি চীনা সংস্থা টেনসেন্ট পরিচালনা করে যার শেয়ার এখন ধরাশয়ী হয়ে পড়েছে।
মাত্র ২ দিনে টেনসেন্ট কোম্পানি ৩৪ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। এটা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৫৫ লক্ষ কোটি টাকার সমান। মাত্র ২ দিনে PUBG এর মূল কোম্পানির এই অবস্থা, সময় বৃদ্ধির সাথে সাথে এই ক্ষতির পরিমান আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।