করোনা-সংক্রমণে চিনে মৃত্যু বেড়ে ২,৮৬৭, সংক্রমিত ৭৯,২৫১ জন

প্রায় দু’মাস হয়ে গেল, মৃত্যু-মিছিল থামছেই নাচিনে (China) করোনাভাইরাস (Coronavirus) (কোভিড-৯) সংক্রমণে প্রাণ হারালেন আরও ৪৭ জন। ৪৭ জনের মৃত্যুর পর শনিবার সকাল পর্যন্ত চিনে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা পৌঁছল ২,৮৬৭-এ। মারণ এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। শনিবার সকাল পর্যন্ত সমগ্র চিনে এই মারণ-ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯,২৫১ জন।


শনিবার সকালে চিনের (China) জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসের-হানায় ২৯ ফেব্রুয়ারি সকাল চারটে পর্যন্ত আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত চিনে মৃতের সংখ্যা ২,৮৬৭। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২৭ জন। হুবেই-সহ চিনের (China) অন্যান্য প্রদেশে আক্রান্তের সংখ্যা ৭৯,২৫১ জন। চিন-সহ গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৮৪,১২৪ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.