পূর্ব লাদাখের প্যাংগং ঝিলে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত। এর মধ্যেই প্যাংগং ঝিলের দুই পারে সম্প্রচার ব্যবস্থাকে জোরদার করতে ফাইবার অপটিক কেবল বসানোর কাজ শুরু করে দিয়েছে চিন। হিমালয়ের দুর্গমতর এই অঞ্চলে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা তৈরি করে ফায়দা তুলতে চাইছে চিনা সেনা।একমাস আগে গোপন সূত্র মারফত ভারতের কাছে খবর ছিল যে প্যাংগং ঝিলের উত্তর দিকে চিন ফাইবার অপটিক্স বসানোর কাজ শুরু করে দিয়েছে। এই প্রসঙ্গে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঝিলের দক্ষিণ দিকেও ফাইবার অপটিক্স বসানোর কাজ শুরু করে দিয়েছে চিন।কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র থেকেও একই তথ্য পাওয়া গিয়েছে। এরপরই চূড়ান্ত সতর্ক ভারতীয় সেনাবাহিনী।প্যাংগং ঝিলের ফিঙ্গার পয়েন্ট ফোর থেকে এইট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার নিজেদের দখলে করে রেখেছে চিন। সেখানে স্থায়ীভাবে নির্মাণের কাজ শুরু করার পাশাপাশি ঝিলের মধ্যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র বিশিষ্ট মোটর চালিত নৌকা মোতায়েন করেছে লাল ফৌজ। প্যাংগং ঝিলের উত্তর দিকে বিপুল পরিমাণে সেনা সমাবেশ করেছে লাল ফৌজ। এমনকি ঝিলের জলে যে সব সমরসজ্জা নৌকা নামানো হয়েছে তার ছবি কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত হয়েছে।উল্লেখ করা যেতে পারে, পূর্ব লাদাখের বর্তমান পরিস্থিতি নিয়ে এদিন সংসদে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সামরিক বিশেষজ্ঞদের মতে এই উত্তেজনা আরও দীর্ঘ দিন চলবে।তাই শীতকালের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
2020-09-16