জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিডিও দেখে যারা গলা ফাটাচ্ছেন দিল্লি পুলিশের নির্যাতনের উপমা দিয়ে তারা কি কিছু বলবেন ছোট্ট মাধিয়ার জন্য | মাধিয়া কুমারি | আট বছরের ছোট শিশু কন্যা | পশুরূপী মানুষেরা ওই শিশুর উপর পাশবিক অত্যাচার চালিয়েই তাকে নিস্তার দেয়নি | তারপর তাকে গুলি করে হত্যা করে ফেলে রেখে গেছে শুষ্ক মরুভূমিতে | জায়গার নাম পাকিস্তান |
আরও ভালো ভাবে বললে হাঙ্গু | আর যেখান থেকে তার ছোট দেহ উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত অবস্থায় তা থল তেহশিলের সারোখেল গ্রাম | পাকিস্তানে সংখ্যালঘুদের উপর হওয়া আবার আক্রমণ | প্রতি নিয়তই যা বেড়েই চলেছে | ওখানকার বেশ কিছু মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন | শিশুর পরিবারের তরফে কোন অভিযোগ করা হয়নি |
কারণ সাধারণ ক্ষেত্রে এই সকল অভিযোগ স্থানীয় পুলিশ নিতে চায়না | পুলিশ দেহ উদ্ধারের পর যদিও এফ আই আর নেয় | প্রাথমিক ভাবে পুলিশের মতে,এই নাবালিকাকে ধর্ষণ ও শারীরীক নিগ্রহ করার পর গুলি করে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে | অগত্যা তারা পথে নেমেছেন |
হাতে পোস্টার নিয়ে মহিলা-পুরুষ নির্বিশেষে তারা ন্যায়বিচার চাইছেন ছোট্ট মাধিয়ার জন্য | ছোট্ট মাধিয়াকে অপহরণ করা হয় প্রথমে | সেই অপহরণের কথা শুনেই মাধিয়ার বাবার হার্ট অ্যাটাক হয় বলে জানা যায় | তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে | শনিবার দোকানে গিয়েছিল মাধিয়া | তারপর থেকে সে আর বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে পরিবারের লোকেরা |
খোঁজ করে পাওয়া যায়নি | রবিবার দিন ঝোপের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হয় | দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে | ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে সন্দেহভাজন দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় পুলিশ | এই নিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মানুষেরা সরব | সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর মাধিয়া নামে তারা ন্যায়বিচারের দাবি করছেন | প্রসঙ্গত ,রবিবার ওই প্রদেশ থেকে পরপর দুটি নাবালিকা ধর্ষণের অভিযোগ ওঠে বলে জানা যায় | একটি হাঙ্গু ও একটি বুনারে |