করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও (Boris Johnson) । পরীক্ষায় তার করোনা ভাইরাস (Coronavirus) পজেটিভ পাওয়া গেছে । শুক্রবার তিনি নিজেই টুইটারে একটি ভিডিওবার্তায় এ খবর দিয়েছেন। কোনও দেশের সরকারপ্রধান হিসেবে তিনিই প্রথম করোনা আক্রান্ত হয়েছেন।
আগেই ব্রিটিশ রাজপরিবারে আঘাত হেনেছে প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯ । আক্রান্ত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (Elizabeth) বড় ছেলে প্রিন্স অব ওয়েলস চার্লস (Prince of Wales Charles) (৭১)। আর এবার খবর মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন । পরীক্ষায় তার করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে । শুক্রবার টুইটারে একটি ভিডিওবার্তায় এ খবর দিয়ে তিনি জানিয়েছেন, “গত ২৪ ঘণ্টা ধরে লক্ষণগুলো হালকা হালকা টের পাচ্ছিলাম। আর তখনই পরীক্ষা করাই। যাতে ধরা পড়ে করোনা ভাইরাস পজেটিভ।”তিনি আরও বলেন, বর্তমানে আমি স্বেচ্ছায় আইসোলেশনের আছি। তবে এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে হলেও সরকারি নেতৃত্ব-দায়িত্ব ঠিকই পালন করে যাব। এর জন্য ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা হবে। একইসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলা হবে।