Biden Warns China: ‘আগুন নিয়ে খেলছে চিন…’, জাপানে পা রেখেই সম্মুখ সমরের হুঁশিয়ারি বাইডেনের!

কোয়াড সম্মেলনে যোগ দিতে আজই জাপানে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এশিয়ায় পা রেখেই চিনকে কড়া বার্তা দিলেন বাইডেন। সম্প্রতি তাইওয়ান ঘিরে চিনা গতিবিধি বেড়েছে। এই পরিস্থিতিতে চিন তাইওয়ান দখল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই আতঙ্কের মাঝেই আমেরিকার প্রেসিডেন্ট জাপানে পৌঁছেই বললেন, ‘চিন বিপদের সঙ্গে ছিনিমিনি খেলায় মেতেছে। চিন যদি তাইওয়ান দখলের পথে হাঁটে তাহলে আমেরিকা সেই দ্বীপ রক্ষা করবে। আমরা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিন বাইডেন বলেন, ‘আমরা এক চিন নীতির সাথে একমত হয়েছি, আমরা এতে স্বাক্ষর করেছি… তবে তাইওয়ানকে যে জোর করে দখল করা যেতে পারে, এই ধারণা ঠিক নয়। এটি সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং ইউক্রেনে যা ঘটেছে, এখানেও তাই হবে।’

এদিকে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলতে গিয়ে বাইডেন বলেন, ‘ইউক্রেনে তাঁর বর্বরতার জন্য যাতে পুতিনকে মূল্য দিতে হয়, এই দিকে নজর রাখাটা গুরুত্বপূর্ণ। এটা শুধু ইউক্রেনের বিষয়ে নয়। চিনও পশ্চিমা দেশগুলির দিকে দেখছে। তারা দেখবে যে আমরা ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়াকে চাপে ফেলি কি না। এর থেকে চি তাহলে কী বার্তা পাচ্ছে… তারা তাইওয়ানকে জোর করে দখল করতে পারবে? আমার মনে হয় তাইওয়ান দখল করবে না চিন। তবে বাকি বিশ্ব কত কঠিন বার্তা দিতে পারে তার উপর নির্ভর করছে এটা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.