মোদীর পাশে বাইডেন-মরিসন-সুগা, নয়া বন্ধুত্বের পথে কোয়াড

নতুন বন্ধুত্বের সূচনা। কোয়াড গোষ্ঠীভুক্ত ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র – এই চার দেশের রাষ্ট্রগোষ্ঠীর মাধ্যমে প্রকাশিত হল জয়েন্ট ওপিনিয়ন পিস বা যৌথ বিবৃতি। কোয়াড সম্মেলন এই চার দেশকেই নতুন পথের দিশা দেখাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রনেতারা। শনিবার কোয়াড সম্মেলনের প্রথম শীর্ষ বৈঠকে কোয়াড্রিল্যাটারাল সিকিওরিটি ডায়ালগের (Quadrilateral Security Dialogue) আয়োজন করা হয়।

এই বৈঠক শেষে একটি বিবৃতি পেশ করে চার দেশ। কোয়াড তাদের আশার আলো (spark of hope to light) দেখাবে বলে জানানো হয়। করোনা পরিস্থিতিতে যেভাবে এই চার দেশ হাতে হাত মিলিয়ে কাজ করেছে, তা অভূতপূর্ব বলে মন্তব্য করা হয় ওই যৌথ বিবৃতিতে। যৌথ বিবৃতিতে নাম ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ইয়োসিহিদে সুগা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

ওয়াশিংটন পোস্টে এই যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে। তাতে লেখা হয়েছে “Over the course of these past months, each of us has grieved the suffering that our people and the world have endured. But in this dark hour, our partnership offers a spark of hope to light the path ahead,”।

এই প্রথম চার দেশ একত্রে সম্মেলনের আয়োজন করে। যদিও ২০২০ সালে প্রতিটি দেশ আলাদা আলাদা ভাবে বৈঠক করেছিল। তবে এক ছাতার তলায় এই প্রথম বৈঠকের আয়োজন করা হয়। এই চারটি দেশের লক্ষ্য ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে কোনও নির্দিষ্ট দেশের, বিশেষত চিনের কবলমুক্ত রাখা।

সম্মেলনে চার দেশের রাষ্ট্রনেতারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের সরবরাহে জোর দেন। ২০২২ সালের মধ্যে ভারত কয়েক বিলিয়ন ভ্যাকসিন সরবরাহের যে উদ্যোগ নিয়েছে, তাকে প্রশংসা করেন রাষ্ট্রনেতারা। জানা গিয়েছে ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে ভারতে বিনিয়োগ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান। উৎপাদন ভারতে হবে, এরই সঙ্গে এর সরবরাহ ব্যবস্থা করবে অস্ট্রেলিয়া।

করোনা পরিস্থিতিতে কোয়াড দেশগুলোর প্রথম বৈঠকে ভারত, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ২০২২ সালের মধ্যে এশিয়ার দেশগুলোতে এক বিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিতে সম্মত হয়েছে, যেখানে চীনের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন, জাপানের প্রধানমন্ত্রী যোশিহিদে সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন চার রাষ্ট্রনেতা ফোনে কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.