কোরোনার (Corona) সংক্রমণ মোকাবিলায় ভিডিয়ো কনফারেন্সে বৈঠক শুরু করেছে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলি ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আমন্ত্রণে এদিনের ভিডিও কনফারেন্সের শুরুতেই, “আতঙ্ক নয়, সতর্ক থাকুন” বলে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । এদিনের ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত আছেন সার্ক অন্তর্ভুক্ত আটটি দেশের রাষ্ট্রপ্রধানরা|
বিশ্বজুড়ে মহামারীর আকার ধারন করেছে মরণ কোরোনারভাইরাস, এর মধ্যে চিনের পর এবার একের পর এক প্রভাব বিস্তার করছে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে | এই অবস্থায় গত শুক্রবার টুইট বার্তায় ভারতের নরেন্দ্র মোদী (Narendra Modi) কোভিড -১৯ নভেল করোনাভাইরাসের (Novel coronavirus) বিরুদ্ধে লড়াই করতে শক্তিশালী রণকৌশল তৈরি করার আহ্বান জানিয়ে সার্ক দেশগুলির কাছে আবেদন জানান সেই মত বরিবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সার্কভুক্ত দেশগুলোর নেতাদের অভিবাদন জানিয়ে তার বক্তব্য শুরু করেন। মোদী বলেন, আমাদের দেশগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত। তাই এ সমস্যা মোকাবিলায় আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। স্বাস্থ্যঝুঁকির বিষয়টি যেমন অবমূল্যায়ন করা যাবে না, তেমনই অযথা আতঙ্কিতও হওয়া যাবে না।
কোভিড-১৯ মোকাবিলায় দেশে গৃহীত পদক্ষেপ বিষয়ে মোদী জানান, ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রতিটি প্রদেশকে আলাদাভাবে প্রস্তুত হতে বলা হয়েছে। এ ভিডিও কনফারেন্সের উদ্দেশ্য এ মহামারি মোকাবিলায় আমাদের অবস্থান ও দৃষ্টিভঙ্গি একে অপরকে জানান।
তাঁর বক্তব্যের পর একে একে মালদ্বীপ (Maldives), শ্রীলংকাসহ (Srilanka) অন্য সার্কভুক্ত দেশের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীরা বক্তব্য রাখেন ।ভিডিও কনফারেন্সে মোদীর সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina), আফগানিস্তানের (Afghanistan) প্রেসিডেন্ট আশরাফ গনি (Ashraf Ghani) , নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (KP Sharma Oli), ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে (Shering Tobgay), মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ (Ibrahim Mohamed Saleh), শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবে রাজাপাকসে (Gotabe Rajapaksa) এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা (Zafar Mirza)।