দুর্গাপুজোর প্যান্ডেলে মাইক বাজানো যাবে না। ফাটানো যাবে না পটকা কিংবা আতসবাজি। প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়ে দিল বাংলাদেশের রাজশাহির পুলিশ। শুধু তাই নয়, বিসর্জনে শোভাযাত্রা করা যাবে না বলেও নির্দেশ জারি হয়েছে।
লালগোলা দিয়ে গঙ্গা পেরোলেই ওপারে বাংলাদেশের রাজশাহী। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্গাপুজো চলাকালীন ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্যান্ডেলে মাইক বন্ধ থাকবে। সমস্ত রকম আতসবাজি ফাটানো, মজুত ও ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্গাপুজোর বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো বা গান বাজনাও নিষিদ্ধ করা হল।
গত বছর দুর্গাপুজোয় বাংলাদেশে একের পর এক মণ্ডপে হামলা চালায় ইসলামি চরমপন্থীরা। ভাঙচুর করা হয় প্রতিমা। নিগ্রহ করা হয় সেদেশে সংখ্যালঘু হিন্দুদের। জ্বালিয়ে দেওয়া হয় হিন্দু জেলেদের আস্ত গ্রাম। যার জেরে আন্তর্জাতিক মহলে মুখ পোড়ে বাংলাদেশের। এব্যাপারে উদ্বেগ প্রকাশ করে নয়া দিল্লি। তারপর এ বছর এই নির্দেশিকা জারি করল বাংলাদেশের রাজশাহির পুলিশ।