ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম)-এর নতুন চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) নিযুক্ত হলেন ভারতীয়-বংশোদ্ভূত অরবিন্দ কৃষ্ণা। আইবিএম-এর দীর্ঘদিনের সিইও ভার্জিনিয়া রোমেত্তির স্থলাভিষিক্ত হলেন ভারতীয়-বংশোদ্ভূত অরবিন্দ কৃষ্ণা। অরবিন্দ কৃষ্ণাকে সিইও পদের দায়িত্বভার দেওয়ার পর এবার আইবিএম-এর এগজিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন ভার্জিনিয়া রোমেত্তি।
আগামী ৬ এপ্রিল আইবিএম-এর নতুন চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) পদের দায়িত্বভার গ্ৰহণ করবেন ৫৭ বছর বয়সী অরবিন্দ কৃষ্ণা।কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) থেকে পড়াশোনা করেছিলেন অরবিন্দ কৃষ্ণা, ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইডি করেছিলেন তিনি। ১৯৯০ সালে আইবিএম-এ যোগ দিয়েছিলেন কৃষ্ণা। আইবিএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আইবিএম-এর পরবর্তী যুগে অরবিন্দ কৃষ্ণাই হলেন সঠিক সিইও’।
2020-01-31