ব্লগার অভিজিৎ রায় খুনের দায় নিয়েছিল আল কায়েদা ভারতীয় শাখার প্রধান

চার বছর আগের সময়। বাংলাদেশে তখন লাগাতার মুক্তমনা চিন্তাবিদ ও বিজ্ঞানভিত্তিক যুক্তিবাদী লেখকদের খুনের পর্ব চালাচ্ছিল উগ্র ইসলামিক সংগঠনগুলি৷ সেই সময় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা দেখে ফেরার পথে আনসারুল্লা বাংলা টিম(এবিটি) জঙ্গিরা কুপিয়ে খুন করে বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায়কে। হামলায় জখম হয়েছিলেন তাঁর স্ত্রী রফিদা আহমেদ বন্যা।

ঢাকায় এবিটি (এখন আনসার আল ইসলাম) জঙ্গিদের সেই হামলার কথা স্বীকার করে পুরো পরিকল্পনার দায় নেয় আল কায়েদা ভারতীয় উপমহাদেশ শাখার প্রধান আসিম ওমর। তাকে নিকেশ করা হয়েছে আফগানিস্তানে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির রিপোর্ট, আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন চলার মাঝেই বিরাট সামরিক অভিযানে নিকেশ হয়েছে আসিম ওমর৷

তবে আফগান ও মার্কিন যৌথ বাহিনি এই অভিযানের কথা সরকারিভাবে জানায়নি৷

জানা গিয়েছে, জঙ্গি আসিম ওমর ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা৷ পরে আল কায়েদা সগঠনের হয়ে আফগানিস্তানে চলে যায়৷ পরে তারই নির্দেশে ভারত-বাংলাদেশে ছড়ায় আল কায়েদা ভারতীয় উপমহাদেশ। ঢাকায় ব্লগার যুক্তিবাদী অভিজিৎ রায়কে কুপিয়ে খুনের পর আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন ছড়িয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে তথ্য সরবরাহকারী সাইট ইন্টেলিজেন্স জানায়, আসিম ওমর প্রথম এক ভিডিও বার্তায় দাবি করে, তার সংগঠন আল-কায়েদা অভিজিৎকে খুন করিয়েছে৷ একাধিক গোয়েন্দা সংস্থার দাবি, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) প্রধান ছিল আসিম ওমর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.