বাড়িতে থাকালীন রুশ মিসাইলের আঘাতে জখম হয়েছিলেন। সেই জখমের জেরে শেষ পর্যন্ত বৃহস্পতিবার মৃত্যু হল ইউক্রেনীয় ব্যালে তারকা আর্টিওম দাকশিলের। ইউক্রেনীয় ন্যাশনাল অপেরার মুখ্য তারকা ছিলেন আর্টিওম। গত ২৬ ফেব্রুয়ারি রুশ শেলিংয়ের সময় গুরুতর ভাবে জখম হয়েছিলেন আর্টিওম। দীর্ঘদিন লড়াই করেও শেষ পর্যন্ত বাঁচতে পারলেন না ইউক্রেনীয় এই ব্যালে তারকা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৩।
উল্লেখ্য, এর আগে রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ হারিয়েছিলেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেতা ওকসানা শভেটস। এর আগে রুশ হামলায় ইউক্রেনের দুই ফুটবলারও এর আগে প্রাণ হারিয়েছিলেন। বিশ্ব ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো নিশ্চিত করে জানায় যে, ২১ বছর বয়সী ভিটালি সাপিলো এবং ২৫ বছর বয়সী দিমিত্রো মার্টিনেনকো রাশিয়ান বাহিনীর সামরিক আগ্রাসনের জেরে মারা গিয়েছিলেন।
যুদ্ধ শুরুর পর থেকে শুধুমাত্র রাজধানী কিয়েভেই ২২২ জন নিহত হয়েছেন। যার মধ্যে ৬০ জন সাধারণ নাগরিক এবং চার শিশু রয়েছে। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এ পর্যন্ত ৮১৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর হয়েছে। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা বলেছে যে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ান আগ্রাসনের শুরু হওযার পর থেকে ৬.৫ মিলিয়ন মানুষ পালিয়ে গিয়েছে। আরও ২ মিলিয়ন দেশের অভ্যন্তরে বাস্তুহারা হয়েছেন।