হিজাব বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ দিল তেহরানের আদালত। আল্লাহর নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদের অভিযোগেই ওই আন্দোলনকারীদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
প্রতিবাদের সময়ে সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দিয়েছিলেন এক ব্যক্তি। সেই জন্যই তেহরানের আদালত তাঁকে ‘আল্লাহর বিরুদ্ধে অপরাধে’ দোষী সাব্যস্ত করেছে। সাজা হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ওই প্রতিবাদীকে। সঙ্গে আরও পাঁচ প্রতিবাদীকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের অপর একটি আদালত। সব মিলিয়ে কুড়ি জন প্রতিবাদীর বিরুদ্ধে এমন মামলা দায়ের করা হয়েছে, যেখানে দোষী সাব্যস্ত হলেই মৃত্যুদণ্ড দেওয়া হবে।
ইরানে কর্মরত মানবাধিকার কমিশনের তরফে অনুমান করা হচ্ছে, বড় সংখ্যায় প্রতিবাদীদের মেরে ফেলার পরিকল্পনা করছে ইরানের প্রশাসন। অবিলম্বে এই বিষয়ে আন্তর্জাতিক সংগঠনগুলিকে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছে মানবাধিকার সংস্থাগুলি। প্রতিবাদীদের বিরুদ্ধে এহেন নৃশংস আচরণ করার ফল ভুগতে হবে ইরানের মৌলবাদী প্রশাসনকে, এমন বার্তাও দিয়েছে মানবাধিকার সংগঠনের প্রধানরা।