দ্য ওয়াল ব্যুরো: হাজার বছরের পুরনো এক হিন্দু মন্দির রয়েছে পাকিস্তানের সিয়ালকোটে। ৭২ বছর ধরে বন্ধ ছিল সেই মন্দির। তবে দীর্ঘ সময় পর পাক ভূখণ্ডের বুকে পুনরায় খুলতে চলেছে এই হন্দু দেবদেবীদের মন্দির।
সর্দার তেজা সিং নির্মাণ করেছিলেন ‘শাওয়ালা তেজা সিং’ নামের এই মন্দির। তবে দেশভাগের সময়েই বন্ধ হয়ে যায় মন্দির। এরপর ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সে সময় প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছিল সিয়ালকোটের এই মন্দিরেও। ভাঙচুর চালিয়েছিলেন একদল উন্মত্ত জনতা। তারপর থেকে এই মন্দিরের ত্রিসীমানায় আসা বন্ধ করে দিয়েছিলেন হিন্দুরা। এই ঘটনার আগে মন্দির বন্ধ থাকলেও অন্তত দর্শনীয় স্থান হিসেবে আনাগোনা ছিল দর্শকের। তবে ১৯৯২ সাল থেকে মানবজাতির পা একেবারেই পড়েনি এই মন্দিরে।
কিন্তু এ বার এই মন্দিরই পুনরায় খোলার জন্য পদক্ষেপ নিয়ে ইসলামাবাদ। পাকিস্তানের একটি সংবাদপত্র অনুসারে জানা গিয়েছে, হিন্দু এই মন্দিরটি খোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ডেপুটি কমিশনার বিলাল হায়দার জানিয়েছেন, মন্দির খুলে গেলে যেকোনও সময় অনায়াসেই পর্যটক এবং অনান্যরা দর্শন করতে পারবেন এই স্থান। পাকিস্তান সরকার জানিয়েছে, খুব জলদিই শুরু হবে মন্দির পুনর্নিমাণ এবং সংরক্ষণের কাজ। যত দ্রুত সম্ভব কাজ শেষ করে মন্দির খুলে দেওয়া হবে আম জনতার জন্য।