চীনের পরে করোনা (Corona) প্রভাবিত অন্যতম দেশ হল ইতালি (Italy)। রবিবার সেখানে ঘটে গেল এক অবিস্মরণীয় ঘটনা। একসাথে মারা গেলেন ৩৬৮ জন। স্তব্ধ গোটা বিশ্ব। এভাবে যে একটি ভাইরাস গোটা বিশ্বে মারণ রোগের মত ছড়িয়ে পড়তে পারে এবং এই ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে মহামারি নেমে আসতে পারে তা করোনা প্রমাণ করে দেখালো। জানা গিয়েছে, ইতালিতে মোট মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১৮০০ অতিক্রম করে গেছে।
চীনে এই মৃত্যুর স্যখ্যা আপাতত কিছুটা স্থগিত হলেও ইতালিতে (Italy) হুহু করে এই ভাইরাসের প্রকোপ বেড়ে চলেছে। তাই এদিন সেখানকার প্রকাশিত স্থানীয় সংবাদপত্রে প্রায় ১০ পাতা জুড়ে শুধুই মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে হল শ্রদ্ধা জ্ঞাপন। বর্তমান ইতালির সরকার যথেষ্ট চিন্তিত রয়েছেন। কিভাবে সেদেশে ক্রমাগত মৃতের সংখ্যা এবং সংক্রমণ বেড়ে চলেছে তিনি কিছুতেই বুঝতে পারছেন না। শীর্ষ মন্ত্রকদের সাথে ক্রমাগত বেড়ে চলেছে বৈঠক।
অন্যদিকে ইতিমধ্যেই গোটা বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা প্রায় দেড় লাখ ছড়িয়েছে এবং মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই। গোটা বিশ্বের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছে এই করোনা ভাইরাস। আস্তে আস্তে গোটা বিশ্বই যেন এই ভাইরাসের আচ্ছাদনে ঢেকে চলেছে। এখনও অবধি প্রকৃত অর্থে কোনো প্রতিষেধক গোট্ বিশ্বে আসেনি। স্বয়ং চীন সহ আমেরিকা এবং আরো অন্যান্য দেশ প্রতিষেধকের খোঁজ শুরু করে দিয়েছে এবং ক্রমাগত তার পরীক্ষা নীরিক্ষা ও চলছে।