চিনে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু থামার কোনও লক্ষণ নেই। বিগত ২৪ ঘন্টায় চিনে করোনা-হানায় প্রাণ হারালেন আরও ৯৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,০৬২ জন। আরও ৯৭ জনের মৃত্যুর পর চিনে করোনা-হানায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯০৮-এ। রবিবার রাত পর্যন্ত সমগ্র চিনে আক্রান্তের সংখ্যা ৪০,১৭১ জন।
সোমবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসের হানায় রবিবার রাত পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ৯৭ জনের। ৯৭ জনের মধ্যে ৯১ জনেরই মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে। সবমিলিয়ে এখনও পর্যন্ত চিনে মৃতের সংখ্যা ৯০৮। হুবেই-সহ চিনের অন্যান্য প্রদেশে আক্রান্তের সংখ্যা ৪০,১৭১ জন।
হুবেই প্রদেশে আরও ৯১ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ২,৬১৮
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চিনের হুবেই প্রদেশে বিগত ২৪ ঘন্টায় প্রাণ হারালেন আরও ৯১ জন। হুবেই প্রদেশেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৬১৮ জন। হুবেই প্রাদেশিক স্বাস্থ্য কমিটি জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত হুবেই প্রদেশে আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৬১৮ জন। হুবেই প্রদেশে এখনও পর্যন্ত মোট ৮৭১ জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত ২৯,৬৩১ জন। করোনা-সংক্রমিত বহু রোগীরই শারীরিক অবস্থা সঙ্কটজনক।
2020-02-10