প্রায় ৫৫ শতাংশ বিবাহিত ভারতীয়রা তার পুরুষ বা মহিলা সঙ্গীর সঙ্গে করেন বিশ্বাসঘাতকতা। আজ্ঞে হ্যাঁ, গ্লিডেন নামক একটি জনপ্রিয় ভারতীয় ডেটিং সাইটের সমীক্ষা বলছে এমনটাই। সমীক্ষার মতে এতে পুরুষদের তুলনায় এগিয়ে মহিলারা। তাদের গড় শতাংশ এক্ষেত্রে ৫৬ শতাংশ। ৪৮ শতাংশ মানেন একটি সম্পর্ক থাকাকালীনই অন্য সম্পর্কে জড়ানো কোন অপরাধ নয় বলে ।
অন্যদিকে ৪৬ শতাংশের মত কোন একজনের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা কোন অন্যায় নয়। সমীক্ষাটি থেকে আর কয়েকটি তথ্য জানা গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ৬৯ শতাংশ মনে করেন তিনি সম্পর্কে থাকাকালিন কোনো দোষ করলেও যেন তার সাথী তাকে ক্ষমা করে দেন। এই সমীক্ষা বড় শহরগুলির ২৫-৫০ বছর বয়সী দম্পতিদের মধ্যে করা হয়েছিল ডেটিং অ্যাপটির দ্বারা। আর তাতেই পাওয়া গেছে এই সমস্ত মুখরোচক তথ্য ।
প্রসঙ্গত উল্লেখ্য গ্লিডেন অ্যাপটি ভারতে আসে ২০১৭য়ের এপ্রিলে। তার পর থেকে জনপ্রিয়তায় যথেষ্ট এগিয়ে এই অ্যাপটির ব্যাবহারকারির সংখ্যা ৮ লক্ষ্য ছাড়িয়েছে। ভারতে এখনও ৯০ শতাংশ বিবাহ হয় বাড়ির থেকে ঠিক করে। মাত্র ৫ শতাংশ হয় প্রেম বিবাহ। গ্লিডেনের মতে ৪৯ শতাংশ যুগল স্বীকার করেন তারা বিয়ের পূর্বেও একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন বলে ।