রুশ সৈনিকরা যুদ্ধের কৌশলের নামে ইউক্রেনের নারীদের ধর্ষণ সম্প্রতি এমনই দাবি পেশ করা হয় রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের তরফে। তাঁর এই মন্তব্যের পরেই, পাকিস্তান ও বাংলাদেশকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করলেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর দাবি, ৭১-এর যুদ্ধেও পাকিস্তানিরা বাংলাদেশী মেয়েদের ধর্ষণ করেছিল।
রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেন প্রথমে বলেন, “মহিলাদের বেশ কয়েকদিন ধরে আটকে রেখে ধর্ষণ করা হচ্ছে। ছোট ছোট ছেলে এবং পুরুষদেরও ধর্ষণ করতে শুরু করেছে রুশ সৈনিকরা। ইউক্রেনের নারীরা এই ভায়াগ্রা সজ্জিত রাশিয়ান সৈন্যদের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন। এটি স্পষ্টতই একটি সামরিক কৌশল”।
বাংলাদেশী ঐতিহাসিকরা দাবি করেন যে, ৭১-এর যুদ্ধের সময়ে ৩০ লাখ বাঙালি প্রাণ হারিয়েছিলেন এবং ২-৪ লক্ষ মহিলা ধর্ষণের শিকার হয়েছিলেন। সেই সূত্র ধরেই প্রমিলা প্যাটেনের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই একটি টুইট করেন তসলিমা নাসরিন। তিনি টুইটে লেখেন, “ইউক্রেনীয়দের ধর্ষণের জন্য সেনাদের ভায়াগ্রা দিচ্ছে রাশিয়া! রুশ সামরিক কৌশলের অংশ এটা! নির্যাতিতাদের মনুশ্যত্ব কেড়ে নেওয়ার কৌশল! ভায়াগ্রা দিয়ে এ পর্যন্ত ১০০ ইউক্রেনীয়কে ধর্ষণ করেছে রুশ সামরিক বাহিনী। কিন্তু পাকিস্তানি সামরিক বাহিনী ১৯৭১ সালে ভায়াগ্রা ছাড়াই দুই লক্ষ বাঙালি নারীকে ধর্ষণ করেছিল!”