ভারতের পথে হেঁটে চিনের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি নিষিদ্ধ করতে চলেছে আমেরিকাও। এমনই ইঙ্গিত দিলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। তিনি জানান, টিকটক সহ একাধিক চায়না অ্যাপ নিষিদ্ধ করার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে হোয়াইট হাউস।
সোমবার পম্পেয়ো এক সাক্ষাৎকারে বলেন, “আমরা এখনই এটা প্রেসিডেন্টের সামনে আনতে চাইছি না। তবে আমরা ৫০টি চায়না অ্যাপ নিষিদ্ধ করার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর প্রেসিডেন্টের কাছে চায়না অ্যাপগুলি নিষিদ্ধ করার আর্জি জানাব।”
উল্লেখ্য, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিঘ্ন হওয়ার কারণে জনগণের নিরাপত্তার কারণে ৫৯টি চিনের অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। অ্যাপল ও গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলি সরিয়ে নেওয়ার সিধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
ভারতের এই সিদ্ধান্তের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে চিন। চিনের এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, নয়াদিল্লির এই পদক্ষেপের ফলে মাত্র টিকটক সহ তিনটি অ্যাপেই ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান হবে চিনের।