সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন সাংবাদিক মহম্মদ জুবের। শীর্ষ আদালত জানিয়ে দিল, পরবর্তী শুনানির আগে উত্তরপ্রদেশের পাঁচটি মামলা নিয়ে সে রাজ্যের পুলিশ জুবেরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না। সুপ্রিম কোর্টের এসবের নেপথ্যে ‘দুষ্ট চক্র’-এর হাত দেখেছে। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি বুধবার।
উত্তরপ্রদেশে জুবেরের বিরুদ্ধে ছ’টি এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন অল্ট নিুজের অন্যতম প্রতিষ্ঠাতা জুবের। জামিনেরও আবেদন করেন তিনি। এই আবেদনের পরবর্তী শুনানি বুধবার। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বুধবার পর্যন্ত সাংবাদিক জুবেরের বিরুদ্ধে কোনও আগাম পদক্ষেপ করা যাবে না।
জুবেরের করা মামলার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকার আর্জি জানায়, অন্য আদালতের রায়দানে সুপ্রিম কোর্ট যেন বাধা না দেয়। এই প্রসঙ্গে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘সমস্যা হল একটা দুষ্ট চক্র। তিনি একটি মামলায় অন্তর্বর্তী জামিন পেলে ফের অন্য একটি মামলার জন্য গ্রেফতার হয়ে যাচ্ছেন।’’