1/6প্রথমে স্মার্টফোনে গুগল ম্যাপ অ্যাপ খুলতে হবে। তারপর উপরের ডানদিকে আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে।
2/6একটি ড্রপ-ডাউনে একটি অপশন পাবেন, ‘লোকেশন শেয়ারিং’ বলে। সেটায় ট্যাপ করতে হবে।
3/6এবার আপনার প্রয়োজন অনুযায়ী শিডিউল বেছে নিন। ১ ঘণ্টা থেকে ১২ ঘণ্টা পর্যন্ত, অথবা, আপনার শেয়ারিং বন্ধ না করা পর্যন্ত গুগল লোকেশান শেয়ারিং অন করে রাখতে পারেন।
4/6এবার আপনাকে সেই Google অ্যাকাউন্টটি বেছে নিতে হবে, যার সঙ্গে আপনার লোকেশন শেয়ার করতে চান।
5/6গুগল আইডি টাইপ করে বা ড্রপ ডাউন থেকে চুজ করতে পারবেন।
6/6এছাড়াও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য অ্যাপের মাধ্যমেও আপনার অবস্থান শেয়ার করতে পারেন।