ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাকুঁড়াজুড়ে পালিত হল বিশ্ব যোগ দিবস। বিভিন্ন সংগঠন ও সংস্থা আয়োজন করে যোগ শিবিরের। আজ সকালে স্থানীয় ধর্মশালায় পতঞ্জলি যোগ প্রানায়াম শিবিরের উদ্যোগে যোগ শিবিরে শতাধিক পুরুষ ও মহিলা অংশ নেন। এই শিবিরে বৃদ্ধ ও বৃদ্ধা উপস্থিত ছিলেন।সংস্থার পক্ষ থেকে জানানো হয় দীর্ঘ সতের বছর ধরে যোগ ও প্রানায়াম প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
বাঁকুড়া স্টেশন সংলগ্ন মাঠে বিপুল উৎসাহে যোগ দিবস পালিত হয়। বাঁকুড়া শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী কৃত্তিবাসানন্দজী, বাঁকুড়ার সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, বিধায়ক নিলাদ্রী দানা সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যোগে কুচকুচিয়াস্থিত সমিতি ভবনে যোগ দিবস পালন করা হয়।
জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পক্ষ থেকে স্কুল
ডাঙ্গাস্থিত সংঘের হল ঘরে যোগ শিবিরের আয়োজন করা হয়। মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে যোগ দিবস পালিত হয়। অনুষ্ঠানে আত্মরক্ষামূলক লাঠি খেলা প্রদর্শিত হয়।